সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম

রংপুরে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ |

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
রংপুরে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ




ফজলুর রহমান, রংপুরঃ ডেইরী ও পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে রংপুরের ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতি দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঘন্টাব্যাপী মানব্বন্ধনে কয়েক শত ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা অংশ নেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোল্ট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারী ইস্তিয়াক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোল্ট্রি ও ডেইরী খাদ্য ও খামারে ব্যবহৃত দ্রব্যের দাম লাগামহীন ভাবে বাড়লেও খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি না হওয়ায় এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ ক্রয়ের মূল্য বৃদ্ধি না করায় খামারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতির নেতারা মানববন্ধন সমাবেশ শেষে একটি স্মারকলিপি রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে।


আরও পড়ুনঃ উত্তরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে হাজোল পদ্ধতিতে মুরগির বাচ্চা…


পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার









Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102