দেশের প্রাণিসম্পদ সেক্টরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান নারিশ নিবেদিত স্মার্ট এগ্রিটেক, স্মার্ট কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৪ মার্চ ২০২২, ময়মনসিংহের উমেদ আলী মাঠে ২৪-২৬ মার্চ ৩ দিনব্যাপী স্মার্ট এগ্রিটেক মেলার কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও এডঃ তারেক স্মৃতি অডিটরিয়াম (টাউন হল) এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
উক্ত মেলায় উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি এবং সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
উক্ত মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকবে এসিআই লিঃ, মেটাল এগ্রো লিঃ, আবেদীন গ্রুপ গোল্ড স্পন্সর হিসেবে থাকবে ইয়ন গ্রুপ, হামদর্দ এং সিলভার স্পন্সর হিসেবে থাকবে এসকোর্ট বাংলাদেশ, ইফাদসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ।
গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানের যাবতীয় সংবাদ তাৎক্ষণিকভাবে প্রচার করবে কৃষিভিত্তিক নিউজ পোর্টাল আধুনিক কৃষি খামার অনলাইন।
উল্লেখ্য যে, দেশের স্বনামধন্য ৫০ এর অধিক এগ্রোবেইজড প্রতিষ্ঠান আসন্ন ২৪-২৬ মার্চ ৩ দিনব্যাপী এই স্মার্ট এগ্রিটেক মেলায় অংশগ্রহণ করবে।