সিরাজগঞ্জের তাড়াশে সরিষার বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলার আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী সরিষা চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি বাজারে সরিষার দাম ভালো পাওয়ায় বেশ খুশি চাষিরা। দাম পাওয়ায় আগামীতে আরো বেশি জমিতে সরিষা চাষের সম্ভবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, এবারের মৌসুমে তাড়াশ উপজেলায় ৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৫২০ হেক্টর। বর্তমানে সরিষা প্রতিমণ ২হাজার ৩শত টাকা করে বিক্রি হচ্ছে। এ উপজেলায় বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪, ট্রাব-৭ জাতের সরিষা চাষ করা হয়েছে।
সরিষা চাষি আল মাহমুদ বলেন, প্রত্যেক বিঘা জমিতে সরিষা চাষ করতে বীজ, কীটনাশক ও সার বাবদ সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করে খরচ হয়। এতে করে কৃষক অনেক লাভবান হচ্ছে। পরবর্তীতে বোরো আবাদে সার ও কীটনাশক কম লাগে। দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে সরিষার চাষ করেছি।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা জানান, এবারের মৌসুমে উপজেলায় ৪হাজার ৫২০ হেক্টর জমিতে সরিষার চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে লক্ষ্যমাত্রা পেরিয়ে ৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এবার ফলনও বেশ ভালো হয়েছে।