দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড শিল্প প্রতিষ্ঠান সিনিল ফার্মা এর সহযোগিতায় প্রান্তিক মৎস্য চাষিদের অংশ গ্রহনে “আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনা ও পুকুর প্রস্তুতি” বিষয়ক একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ ২০২২, ময়মনসিংহের ভাল্লুকা ও গৌরীপুরে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান আলোচক কৃষিবিদ প্রকাশ বিশ্বাস বলেন, ” সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের গুরুত্ব অপরিসীম। মাছ প্রানিজ আমিষের অন্যতম প্রধান উৎস। তাছাড়া পুষ্টির দিক বিবেচনায় রয়েছে অনেক গুরত্ব”। তিনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও পুকুর প্রস্তুতি বিষয়ক যাবতীয় তথ্যাদি নিয়ে আলোচনা করেন। তাছাড়া তিনি ফার্মা এন্ড ফার্মা’র প্রোডাক্টস সোর্স, গুনগত মান, ক্ষেত্রবিশেষ ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।
উক্ত বৈজ্ঞানিক কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির স্ব স্ব এরিয়া ম্যানেজারবৃন্দ, মার্কেটিং অফিসার ও খামারীবৃন্দ।
উল্লেখ্য যে, কর্মশালায় উপস্থিত সকলকে একটি করে SI Amofree-L, SI phytoclean ও SI Oxytab ব্র্যান্ডিং টি-শার্ট উপহার দেওয়া হয়।