বাগেরহাটের শরণখোলায় হাসি আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মঙ্গলবার (২২ মার্চ) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হাসি আক্তার উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাখুড়তলা গ্রামের শাহ আলম হাওলাদারের মেয়ে। সে স্থানীয় দারুল হেদায়েত নেছারুল উলুম ফজিল মাদরাসার নবম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল ইসলাম শরীফ জানান, নিহত হাসি সম্পর্কে তার মামাতো বোন হয়। ঘটনারদিন সন্ধ্যায় পড়তে না বসায় মা মর্জিনা বেগম তাকে বকা দেন। এতে কষ্টে-ক্ষোভে ঘরের পাটাতনের ওপর উঠে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের রিপোর্টে গলায় ফাঁস দিয়ে মৃত্যু উল্লেখ রয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।