দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন এনিমেল হেলথ প্রোডাক্টস এবং ইয়ন ফিডের উদ্যোগে “বিনিয়োগের আস্থায় ইয়নের খাদ্য, স্বাস্থ্যকর খামারে হবে নিরাপদ পণ্য” এই স্লোগানকে সামনে রেখে ৪৫ জন ডেইরি ও মোটাতাজাকরণ খামারিদের অংশগ্রহণে খামার ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মার্চ ২০২২, টাঙ্গাইল জেলার খায়ের পাড়া ইউনিয়নে মেসার্স মিয়া এগ্রো ট্রেডিং এর সহযোগিতায় ‘নিরাপদ ডেইরি ও মোটাতাজা খামার ব্যবস্থাপনা এবং পণ্য পরিচিতি’ বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ন এনিমেল হেলথ এর আরএসএম মঞ্জুরুল আলম ও ইয়ন ফিডের এএসএম ইলিয়াস খান এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ আগত খামারিগণ।
কর্মশালায় ইউনিয়নের প্রান্তিক গবাদিপ্রাণী খামারিদের স্বল্প খরচে, গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদনে ইয়ন গ্রুপ কিভাবে কাজ করছে তা সম্বন্ধে ধারনা দেয়া হয়। এছাড়াও নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত শতভাগ হালাল নিরাপদ প্রাণী খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি এবং অন্যান্য পণ্য সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় খামারের বায়ো-সিকিউরিটির জন্য আদর্শ জীবাণুনাশক টিমসেন, আডার চেক, রুমিগাট, ডিজিফাস্ট, সারগন সহ অন্যান্য পণ্য ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এসময় ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন।