শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

ডিজিটাল যুগের জন্য ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণ করতে হবে: মোস্তাফা জব্বার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
ডিজিটাল যুগের জন্য ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণ করতে হবে: মোস্তাফা জব্বার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন ডিজিটাল যুগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজিটাল সংযুক্তি। একই সাথে ডিজিটাইজেসনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডিজিটাল অপরাধ । দুটি কাজই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের। এজন্য আমাদের বিভাগ ও তার সকল প্রতিষ্ঠানকে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলা ও ফাইভ-জি প্রযুক্তি সম্প্রসারণে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন , নকিয়া, স্যামসাং ও অপোসহ বিশ্ব মানের ১৪টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বিশ্ব মানের মোবাইল সেট উৎপাদন করছে এবং বিশ্ব বাজারে তা রপ্তানি করছে। তিনি উৎপাদিত এসব ডিজিটাল যন্ত্রের গুণগত মান নিশ্চিত করতে বিটিআরসির ভূমিকার প্রশংসা করেন।

Techshohor Youtube

দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকারের প্রযুক্তি বান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ বিভাগের অধীন টেশিস থেকে উন্নত মানের কম্পিউটার ও ল্যাপটপ এবং এসব ডিজিটাল পণ্যের যন্ত্রাংশ তৈরি করতে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় মোবাইল বিপ্লবের মতই দেশে কম্পিউটার বিপ্লবের অভিযাত্রা শুরু হতে যাচ্ছে। মন্ত্রী ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠার মাধ‌্যমে বাংলাদেশ ডাক অধিদপ্তরকে ডিজিটাল যুগের উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন ডাক বিভাগের বিশাল অবকাঠামো কাজে লাগাতে হবে।

কর্মশালায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে দিক নির্দেশনা এসেছে তা যথাযথ বাস্তাবায়নের মাধ‌্যমে তা পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত ফলপ্রসু অবদান রাখবে বলে মোস্তাফা জব্বার মনে করেন। বিটিআরসি‘র চেয়ারম‌্যান ফাইভ-জিসহ টেকসই ডিজিটাল সংযোগ ও অবকাঠামো গড়ে তোলার জন্য লাগসই নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মূলপ্রবন্ধে চতুর্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102