দেশের প্রাণিসম্পদ সেক্টরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান নারিশ নিবেদিত স্মার্ট এগ্রিটেক, স্মার্ট কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ এই স্লোগানকে সামনে রেখে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৪ মার্চ ২০২২, ময়মনসিংহের এডঃ তারেক স্মৃতি অডিটরিয়াম (টাউন হল) এ ৩ দিনব্যাপী স্মার্ট এগ্রিটেক মেলার উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি । এসময় তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যার দরুন লকডাউন এর কঠিন সময়েও আমাদের খাদ্য সংকট দেখা দেয়নি। বরং সেসময় খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত ছিল। বর্তমান সরকার কৃষকের জীবন যাত্রার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে । জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে তাই কেমিক্যাল এর পরিবর্তে অর্গানিক কৃষি পণ্য উৎপাদন করতে হবে। এছাড়াও সকল মানুষের জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, প্রযুক্তিগুলো যাতে সকল পরিবেশে টিকে থাকতে পারে সেদিকে নজর দিতে হবে।
উক্ত অনুষ্ঠানে গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আফজাল হোসেন ভূইয়া এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)। এছাড়াও অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম ও একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ মাহফুজুল হক রিপন এবং সার্ক এগ্রিকালচার সেন্টার এর সিনিয়র অফিসার এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মোঃ ইউনুস আলী।
উক্ত অনুষ্ঠানে আলোচক, মুক্ত আলোচক, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকছে এসিআই লিঃ, মেটাল এগ্রো লিঃ, আবেদীন গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইয়ন গ্রুপ, হামদর্দ এং সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসকোর্ট বাংলাদেশ, ইফাদসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। দেশের স্বনামধন্য ৫০ এর অধিক এগ্রোবেইজড প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এই স্মার্ট এগ্রিটেক মেলায় অংশগ্রহণ করেছে। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে অনুষ্ঠানের যাবতীয় সংবাদ তাৎক্ষণিকভাবে প্রচার করছে কৃষিভিত্তিক নিউজ পোর্টাল আধুনিক কৃষি খামার অনলাইন।