টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল নিজেদের লোগোতে তুলে ধরেছে বাংলাদেশের পতাকা। আজ ২৬ মার্চ গুগলের মূল পেজে গেলেই দেখা যাচ্ছে বিশেষ এ লোগোটি।
বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডলটি। এতে উস্মুক্ত আকাশে বাংলাদেশের পতাকা উড়ছে দেখা যাচ্ছে এবং তার নীচে লেখা রয়েছে গুগল। ডুডলে মাউস নিলেই দেখা যাচ্ছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২’ লেখা। অনেকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত ব্যক্তির জন্মদিন, বিশেষ দিন বা রাষ্ট্রীয় বিশেষ দিবসে গুগল নিজেদের লোগোতে পরিবর্তন নিয়ে আসছে। এবার এসেছে কিছুটা ভিন্নতা। লোগোতে ক্লিক করলে যে পেজ খুলছে সেখানে নানা ধরনের আতশবাজি দেখা যায়। আর আতশবাজির সঙ্গে সঙ্গে উঠে আসছে বাংলাদেশের পতাকা।
বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক দিন থেকে গুগল সার্চের মূল পাতায় ডুডল প্রকাশ করে আসছে গুগল। উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিবর্গ ও ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে সে বিশেষ দিনের মানানসই লোগো তৈরি থাকে যাকে ডুডল বলা হয়।
এনসি