অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হচ্ছে। আগামী সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টায় অনলাইনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২- এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতারা সহ সংগঠনটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
তিনদিন ব্যাপী উৎসবটিতে মোট ২৫টি নির্বাচিত চলচ্চিত্র অনলাইনে প্রদর্শন শেষে আগামী বুধবার সমাপ্ত হবে। এছাড়া তরুণ নির্মাতাদের নিয়ে একটি ওয়েবিনার ও অন্যান্য অতিথিদের সাথে আলোচনা অনুষ্ঠিত হবে। উৎসবের সকল আয়োজন প্রতিদিন সন্ধ্যার পর চলচ্চিত্র সংসদের ফেসবুক পাতা (facebook.com/saufsofficial) থেকে সরাসরি উপভোগ করা যাবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় জানান, আন্তর্জাল চলচ্চিত্র উৎসবটি একটি অনলাইনভিত্তিক আয়োজন। মূলত বাংলাদেশী চলচ্চিত্রগুলো এ উৎসবে প্রদর্শন করা হয়ে থাকে। আশা করি, গত বছরের ন্যায় এবারও উৎসবটি দর্শকদের মনকে ছুঁয়ে যাবে।
এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম ও নির্মাতা রহমতউল্লাহ তুহিন। উৎসব শেষে জুরি সদস্যদের মতামতের ভিত্তিতে সেরা তিন চলচ্চিত্রকে পুরষ্কৃত করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারীকালীন ঘরবন্দী মানুষকে বিনোদন দিতে এবং তরুণ সৃজনশীল নির্মাতাদের উৎসাহ দিতে অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।