আজ ভোর ছয়টায় দেয়া হলো হলিউডের সবচেয়ে গুরুত্বপুর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড-অস্কার। এবারের অস্কারে কিং রিচার্ড সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন উইল স্মিথ।
এদিকে সম্পূর্ণ অবিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, আজ ভোরে পুরস্কার ঘোষণার পর পরই উইল স্মিথকে শুভেচ্ছা জানাতে একাধিক ফুলের তোড়া নিয়ে হলিউডের দিকে রওনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
হলিউডগামী এই দলে রয়েছে সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ, রিয়াজ, সাইমনসহ আরও অনেকে। জানা গেছে, সবার অলক্ষে দলটির সাথে রয়েছে জায়েদ খানও।
উইল স্মিথের ভূয়সী প্রশংসা করে সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘উনি অনেক ভালো অভিনয় করেন। কিন্তু একটা অস্কার পাইলো দেখে খারাপ লাগলো। ওনার আসলে একসাথে ১০-১২টা অস্কার পাওয়া উচিত।’
স্মিথকে শুভেচ্ছা জানানোর পর তার সাথে শিল্পী সমিতির ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন বলেও জানান রিয়াজ। তিনি বলেন, ‘এত ভালো একটা অভিনেতা, অথচ তার শিল্পী সমিতি সদস্যপদ নাই। বিষয়টি জেনে খুব খারাপ লাগলো। এটা ওনার প্রতি অন্যায় হয়েছে। আমরা তাকে সদস্যপদ দিতে চাই। এবং সামনের শিল্পী সমিতির নির্বাচনে আমাদের প্যানেল থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে কথা বলবো তার সাথে।’
এদিকে বিষয়টির বিরোধীতা করেছেন জায়েদ খান। উইল স্মিথকে পার্শ্ব অভিনেতা উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পী সমিতির সদস্য হতে হলে অন্তত ৩০টি সিনেমায় অভিনয় করতে হবে, ব্যাপ্তি থাকতে হবে ৪০ মিনিট করে। উইল স্মিথের তো সেটা নেই। যাকে তাকে তো আর সমিতির সদস্য করে ফেলতে পারি না। সে উইল স্মিথ হোক আর ডিক্যাপ্রিও হোক।’