সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় বাল্যবিয়ে প্রতিরোধে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আজগর আলী।
বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার ও ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু। সভা পরিচালনা করেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মো. হারুন অর রশিদ ও অ্যাসোসিয়েট অফিসার পলাশ কুমার দাশ।
অনুষ্ঠানে উপজেলা প্রশামনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, কাজী, ইমাম ও যুব প্রতিনিধিরা অংশগ্রহন করে।