সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

সাঈদীর পর বিশ্বকাপ হাতে চাঁদে দেখা গেলো মেসিকে, তবে কি দুঃখ ঘুঁচতে যাচ্ছে আর্জেন্টিনার?

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
সাঈদীর পর বিশ্বকাপ হাতে চাঁদে দেখা গেলো মেসিকে, তবে কি দুঃখ ঘুঁচতে যাচ্ছে আর্জেন্টিনার?

বিশ্বকাপের ড্র হওয়ার আগেই আসলো এক চাঞ্চল্যকর তথ্য। সাঈদীর পর বিশ্বকাপ হাতে মেসিকে চাঁদে দেখা যাওয়ার দাবী তুলেছে আর্জেন্টিনা ভক্তরা। গতরাতে এমন অলৌকিক ঘটনা ঘটেছে বলে জানা যায়। আরো আশ্চর্যজনক বিষয় হলো, গতরাতে পূর্ণিমা থাকলেও আকাশে উঠেছে মস্ত বড় চাঁদ।

এমন নানান অলৌকিকতায় এবার কি দুঃখ ঘুঁচবে আর্জেন্টিনার? বিশ্বকাপ হাতে মেসি কি দেখা দেবেন বাস্তবেও? এমন নানান সম্ভাবনার চিত্র দেখা গেছে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে। অনেকে ইতোমধ্যে হালুয়া রুটি বিলাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।

277076755_317498160478620_7802906372992329755_n

তবে কি দুঃখটা ঘুঁচতেই যাচ্ছে আর্জেন্টিনার?

মেসিকে গতরাতে চাঁদে দেখেছেন এমন একজনের সাথে কথা বলি আমরা। রাতে ভামোস আর্জেন্টিনা স্লোগান শুনে তিনি ঘুম থেকে ওঠেন। এরপর বাইরে গিয়ে আকাশের দিকে তাকাতেই সেখানে বিশ্বকাপ হাতে মেসিকে নাচতে দেখেন। রাইসুল বলেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারিনি। দুইবার চোখ ডলা দেয়ার পরও দেখা গেছে। এরপর সাঈদীর ভক্ত আমার আরেক বন্ধুকে ডাকলে সে বিষয়টি নিশ্চিত করে। এবং মেসির পাশে সাইদীও নাচছেন বলে জানায় ও। এরপর তো আর কোন সন্দেহই থাকে না।’

এদিকে এ বিষয়ে মেসির একটি ফেক আইডির সাথে যোগাযোগ করি আমরা। তিনি আমাদের বলেন, ‘হুজুরের পরামর্শে চাঁদে গিয়েছি। উনি ওখানে ছিলেন। বেশ কিছু পরামর্শ দিলেন। কীভাবে মেশিনম্যানের মত খেলতে হবে। বিশেষ করে খেলতে নামার আগে তিনি আমাকে লইট্টা ফিশ খেতে বলেছেন।’  

তবে অনেক আর্জেন্টিনা ফ্যান চাঁদে মেসিকে দেখতে পারেননি বলে জানান। যারা দেখেছেন তারা অবশ্য এদের সহীহ আর্জেন্টিনা ফ্যান মানতে রাজি নন। না দেখাদের ইতোমধ্যে বাংলাদেশ আর্জেন্টিনা ফ্যান ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলেও জানানো হয়।




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102