সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম

‘মেয়েরা টিপ পরে দেখেই অপরাধী ধরতে পারি না’ বললেন হাবিলদার রুবেল

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
'মেয়েরা টিপ পরে দেখেই অপরাধী ধরতে পারি না' বললেন হাবিলদার রুবেল

রাজধানীতে টিপ পরায় এক পুলিশ সদস্যের হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তেঁজগাও কলেজের প্রভাষক লতা সমাদ্দার। প্রথম আলোর সূত্রমতে জানা যায়, ‘লতা সমাদ্দার নিজের কর্মস্থলে যাওয়ার পথে বাইকের উপর বসে থাকা এক পুলিশ সদস্য ‘টিপ পরছস কেন? বলে ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যেগুলো মুখে উচ্চারণ করার যোগ্য নয় বলেও জানানা তিনি।

এই ঘটনা নিয়ে চারদিকে নানান সমালোচনা দেখা গেলেও বিষয়টি নিয়ে আমরা এক নকল পুলিশ সদস্যের সাথে কথা বলি। আমাদের প্রতিনিধির কপালে টিপ থাকায় উনি শুরুতে কথা বলতে না চাইলেও টিপ খোলার শর্তে কথা বলতে রাজি হন তিনি। এরপর কথায় কথায় তিনি জানান, ‘বাংলাদেশের অপরাধ দমনের একমাত্র অন্তরায় টিপ। মেয়েরা বড় বড় টিপ পরে দেখেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন নাজুক হয়ে যাচ্ছে।’

বিষয়টি কেমন জানতে চাইলে তিনি সাম্প্রতিক ঘটনার দিকে দৃষ্টিপাত করে বলেন, ‘গতকালকের ঘটনাই দেখেন না। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এসেছে উনি হয়তো কোন ভয়ংকর অপরাধীই ধরতে গেছিলেন। কিন্তু পথিমধ্যে টিপ পরিহিত ওই মহিলা এসে ওনার মনোযোগ ব্যাঘাত ঘটিয়েছেন। টিপ পরার মতো ভয়ংকর অপরাধ চোখের সামনে দেখে তো আর চুপ থাকা যায় না। উনিও চুল থাকলেন না। নিজের দায়িত্ব পালন করলেন। মাঝখান থেকে আরেকটা অপরাধি ছাড় পেয়ে গেলো। এই ঘটনায়তো ওই মহিলার শাস্তি হওয়া উচিত।’  

এই সময়ে নিজের বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলেন। একবার এক বিরাট টাকা পাচারকারীকে ধরতে পারেননি শুধু টিপ পরিহিত মহিলার কারণে। তিনি বলেন, ‘আমাদের কাছে খবর এসেছিলো হাজার কোটি টাকা পাচারকারী এক রাজনীতিবিদ দেশের বাইরে চলে যাচ্ছেন। আপনারা তো জানেনই, এমন ঘটনায় আমরা বসে থাকতে পারি না। ফোর্স নিয়ে এয়ারপোর্টের দিকে গেলাম। ওই আসামিকে প্রায় ধরেই ফেলেছিলাম। এমন সময় টিভিতে দেখি টিপ পরিহিত এক মেয়েকে দেখাচ্ছে। গেল মাথাটা গরম হয়ে। টিভি ভেঙ্গে ফেললাম। এরপর নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই ফাঁকে ওই আসামীর ফ্লাইট ছেড়ে দিলো। আর আপনারা আমাদের সমালোচনা করলেন। প্রতিদিন এমন কত ধরনের বাধার মধ্য থেকে দায়িত্ব পালন করি তা আপনারা কোনদিন বুঝবেন না।’

দেশের সাম্প্রতিক বেশ কিছু আলোচিত মামলা নিয়েও কথা বলেন এই নকল পুলিশ সদস্য। তিনি বলেন, ‘আপনারা সাগর-রুনির তদন্ত চাইবেন, তনু হত্যার বিচার চাইবেন, ধর্ষণের বিচার চাইবেন, টাকা পাচার রোধ করতে চাইবেন, দুর্নীতি রোধ করতে চাইবেন আবার কপালে পরবেন টিপ। তা তো হয় না! ফাইজলামি নাকি! আমরা কি টিপ পরা দমন করবো নাকি এইসব অপরাধ!’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102