সাধারণত গাড়ি চালানো কিংবা দালান-কোঠা, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদির জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে বর্তমানে গরু-ছাগল পালন করতেও লাগবে লাইসেন্স। এই রকম একটি বিল পাশ করেছেন ভারতের গুজরাট রাজ্যের বিধান সভা। তবে এই বিলকে কালো আইন বলে আখ্যা দিয়েছেন বিরোধী দল কংগ্রেস।
বিল অনুসারে, যাকে যতগুলো পশু পালনে লইসেন্স দেওয়া হয়েছে, সে কেবল ততগুলো পশুই রাখতে পারবে। বাকিটা অন্য কাউকে দিয়ে দিতে হবে না হলে বিক্রি করে দিতে হবে। ১৫ দিনের মধ্যে যদি পশুর ট্যাগিং না করা হয় তাহলে ১ বছরে জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবে। এটি করতে ব্যর্থ হলে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
গুজরাটের নগর মন্ত্রী বিনোদ মোরাদিয়া বলেন, এই আইন করা হয়েছে বেওয়ারিশ গরু-ছাগল জন্য। অনেক মালিক তাদের গরু-ছাগল রাস্তায় ছেড়ে রাখে বলে, অনেক মানুষের প্রাণ গেছে। লাইসেন্স পাওয়ার ১৫ দিনের মধ্যে তার পশুগুলোকে ট্যাগের আওতায় আনতে হবে।
বিরোধী কংগ্রেস বিধায়ক লাখা ভারওয়াদ এ ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, বিলটি প্রত্যাহার না হলে তারা রাজ্যব্যাপী আন্দোলন শুরু করবে। তিনি বলেন, রাজ্যে ৫০ লাখ গবাদি পশু পালনকারী রয়েছে এবং তাদের মধ্যে ৭০ শতাংশ দরিদ্র ও নিরক্ষর। গবাদি পশু পালন আমাদের মৌলিক অধিকার এবং এই বিল তার ওপর সরাসরি আক্রমণ।
আরও পড়ূনঃ দক্ষিণাঞ্চলে উৎপাদন হচ্ছে হাঙ্গরের শুঁটকি, পাঠানো হচ্ছে বিদেশেও!
জীব ও বৈচিত্র / আধুনিক কৃষি খামার