সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের শত্রুতা করে সরকারী পুকুরে গ্যাসে ট্যাবলেট দিয়ে মাছ নিধন করা হয়েছে।
রায়গঞ্জ থানার এসআই আসাদ হোসেন জানায়, সোমবার ভোরে মাটিকোড়া উত্তরের পূর্ব শত্রুতার জেরে সরকারি পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করা হয়। অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করেছি। এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেংনাই মৎস্যজীবী সমিতির সভাপতি সুমঙ্গল চন্দ্র হাওলাদার বলেন, সমিতির সদস্যরা সরকারির সকল নিয়ম মেনে লিজ নিয়ে ১৫ বিঘা পুকুরটিতে মাছ চাষ করছেন। তাছাড়া আরও একটি পুকুর লিজ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, লিজ না পাওয়ায় একটি পক্ষ শত্রুতা করে এই কাজ করতে পারে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।