সুন্দরবন ডেক্স: শরণখোলায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ৫০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যবসায়ী রাজু হাওলাদার (২৫) কে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা ডিবি পুলিশ শরণখোলা উপজেলার মধ্যে রায়েন্দা গ্রাম থেকে মাদক ব্যাবসায়ী রাজু হাওলাদারকে গ্রেফতার করে।
রাজু ঐ গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র। রাজুর কাছ থেকে ৫০টি ইয়াবা ও ২০০ গ্রাম গাজা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু হাওলাদার একজন পেশাদার মাদক ব্যাবসায়ী বলে পুলিশ জানায়।
শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন বলেন, ডিবি পুলিশের এস আই সৈয়দ এ জমারাত আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শরণখোলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত রাজুকে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।