দেশের অন্যতম প্রধান জনপ্রিয় কৃষিভিত্তিক নিউজ পোর্টাল আধুনিক কৃষি খামার অনলাইন (akkbd.com) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া ডিপার্টমেন্ট (নিউজ বিভাগ) এর জন্য অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় বেতনে সাব এডিটর (পার্ট টাইম) পদে লোকবল নিয়োগ দেবে। নিউজ বিভাগে স্বপ্নের ক্যারিয়ার গড়তে আপডেট সিভিসহ অতিদ্রুত মেইলে info@akkbd.com আবেদন করুন। দেশের বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- আধুনিক কৃষি খামার
পদের নাম- সাব এডিটর (পার্ট টাইম)
বিজনেস ডিভিশন- মিডিয়া
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পার্ট টাইম (৬ ঘন্টা)
কর্মস্থল- প্রধান কার্যালয় (তেজগাঁও, ঢাকা)
আবেদন যোগ্যতা
১। অনার্স/ অনার্স পড়ুয়া
২। অভিজ্ঞতার প্রয়োজন নেই। (অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে)
৩। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষে