শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন

এই হাতির কটি পা! উত্তরই বলে দেবে চোখের অবস্থা কতটা ভালো

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
এই হাতির কটি পা! উত্তরই বলে দেবে চোখের অবস্থা কতটা ভালো

জুমবাংলা ডেস্ক : Viral Optical Illusion এর ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের Optical Illusion এর ছবি Viral হয়ে চলেছে। কারণ সেই ছবি মানুষের মস্তিষ্কের পরীক্ষা নেয়। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে ছবিটি Viral হয়েছে সেটি দেখে আপনার কী মনে হচ্ছে।

সেই ছবিতে যে হাতি রয়েছে, তার কটি পা, এই প্রশ্ন এবং তার উত্তর নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সকলেই বেশ অবাক সেই ছবি দেখে। কারণ একই ছবি প্রতিটি মানুষের চোখে আলাদা আলাদা ভাবে ধরা দেয়। এর ফলে তার থেকেই বোঝা যায় সেই মানুষের চরিত্র কেমন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি Viral হয়েছে সেটি অনেক পুরনো একটি Optical Illusion এর ছবি। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই ছবি।

সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই Optical Illusion এর ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। @fraj2121 নামের টুইটারের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে সেই Optical Illusion এর ছবি। সেই ছবি শেয়ার করে জানতে চাওয়া হয়েছে সেই হাতির কটি পা রয়েছে, 4টি না 5টি। সেই ছবির উত্তর নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই মনে করেছে সেই হাতির চারটি পা আবার অনেকে মনে করছে সেই হাতির পাঁচটি পা। কে কী উত্তর দিয়েছে, তার থেকেই বোঝা যাবে তার চোখের অবস্থা কেমন।




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102