সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

কমতে শুরু করেছে সবজির দাম | Adhunik Krishi Khamar

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
নগরীতে কমতে শুরু করেছে সবজির দাম


নগরীর বিভিন্ন বাজার ঘুরে লক্ষ্য করা যায় কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সবজীর দাম। সরকারের বাজার মনিটরিং ও তদারকি জোরদারের ফলে দাম কিছুটা কমতে শুরু করেছে। তাতে কিছুটা স্বস্তিতে ফিরেছে নগর বাসি। চাল, ডাল, আটা, ময়দা, তৈল ইত্যাদি পণ্যের দাম নগরীর বিভিন্ন বাজারে স্থিতিশীল রয়েছে।

বাজার সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে হতে না পারে তাই সরকার বাজার মনিটরিং ও তদারকি জোরদার করেছে। আর তাতে বাজার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। গত এক সপ্তাহ আগে ঝিঙা, বরবটি, করলা, শসা, চিচিঙ্গা, সিমসহ অধিকাংশ সবজির মূল্য ছিল গড়ে ৮০-৯০ টাকা আর এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা করে। নগরীর বিভিন্ন জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে পেঁয়াজ ও আলু দর ১৭ ও ১৩ টাকা। গত এক সাপ্তাহ আগে বেগুনেরর দাম ছিল ১০০ টাকা কেজি আর এখন বিক্রি হচ্ছে ৬৫-৭৫ টাকা ।

পাইকারি বিক্রেতা মো. জাহাঙ্গীর হোসনের মোল্লা বলেন, ইতোমধ্যে ভারত থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তাছাড়া দেশি পেঁয়াজের দাম অনেক কমেছে। বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে বলে জানিয়েছেন। ফলে, পেঁয়াজের দাম বাড়ার কোন কারণ নাই।

সবজি বিক্রেতা লোকমান হোসেন বলেন, বাজারের নতুন সবজি দাম একটু বেশি হলেও সহনীয় মাত্রায় রয়েছে। সরকার বাজারের মনিটরিং ও তদারকি জোরদার করেছে। তাই ধীরে ধীরে বাজার স্থিতিশীল হচ্ছে। যদি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হয় তালে সবজির দাম আরও কমবে।

তেল, চিনি, চাল, ডালের মুল্য স্থিতিশীল থাকার পাশাপাশি চাল বিআর-২৮ প্রতি কেজি ৪৬ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। মিনিকেট ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা। চাল বিক্রেতা মিজান বলেন, বৈশাখ মাসে নতুন চাল বাজারে আসলে চালের দাম আরও কমে যাবে।

বাজারে সবজির দাম কমলেও মাছের দাম বেড়েছে। এক কেজি ইলিশের মুল্য ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় মাছের বাজার চড়া বললেন ব্যবসায়িরা। বাজারে এখন গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৮০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০-৯৫০ টাকা। দেশির মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা দরে।



Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102