চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ”গোল্ডেন ক্রাউন” বা মাল্টা তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন সৌদি ফেরত সোহেল রানা। ব্যতিক্রমী বর্ণের সোনালী কালারের বিদেশি ফল ”গোল্ডেন ক্রাউন” বা মাল্টা তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। অনান্য সবজির পাশাপাশি পরিক্ষামূলক ভাবে এই ফল চাষ করেন তিনি।
জানা যায়, গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজ সাধারণত উঁচু জমি এবং দোআঁশ মাটি চাষের জন্য উপযুক্ত। সাধারণত তরমুজ মাটিতে হলেও এটি মাচায় বড় হয়। বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে ফুল আসে শুরু করে। তাছড়া ৫৫-৬০ দিনের মাথায় ফল কাটা শুরু করা যায়।
সোহেল রানা জানান, বাজারে চাহিদা সম্পন্ন নতুন জাতের ফসল ও সবজি চাষে আগ্রহী তিনি । আর এই আগ্রহ থেকে ইউটিউর দেখে ”গোল্ডেন ক্রাউন” বা মাল্টা তরমুজের বীজ নিয়ে আসেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে শীতকালীন ফসল শেষ হওয়ার পরে সেই জমিতে পরীক্ষামূলক ২০ শতক জমিতে বীজ বপন করে। বীজ বপনের ২৫-৩০ দিন পর ফুল আসতে শুরু করে।
তিনি আরও বলেন যে, বাজারে এই ”গোল্ডেন ক্রাউন” বা মাল্টা তরমুজের দাম ও চাহিদা রয়েছে অনেক। বর্তমানে বাজারে এই তরমুজ প্রতিটি দাম ২০০ থেকে ৩০০ টাকা করে পাবে বরে আশা করা করছেন। ”গোল্ডেন ক্রাউন” বা মাল্টা তরমুজ চাষ করতে খবচ হয়েছে ৬৫ হাজার হলেও ১ লাখ টাকা লাভবান হবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নতুন জাতের এই তরমুজ চাষে কৃষক সোহেল রানাকে সব ধরণের সহযোগিতা করেছে কৃষি বিভাগ। এই উপজেলায় সোনালী রঙের গোল্ডেন ক্রাউন বা ‘মাল্টা তরমুজ’ চাষে অনেক চাষিরা আগ্রহ হচ্ছে বলে জানান।