শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

সরকারি-বেসরকারি খাতে সমন্বিত মডেল তৈরি করবে ব্রেইনপোর্ট আইন্ডহোভেন ও বেসিস

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
সরকারি-বেসরকারি খাতে সমন্বিত মডেল তৈরি করবে ব্রেইনপোর্ট আইন্ডহোভেন ও বেসিস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের সরকারি-বেসরকারি খাত ও অ্যাকাডেমিয়ার জন্য একটি সমন্বিত মডেল তৈরি করবে নেদারল্যান্ডসের আইন্ডহোভেন ইন্টারন্যাশনাল প্রজেক্ট অফিস (ইআইপিও) এবং বেসিস। রবিবার বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সাথে ইআইপিও প্রতিনিধিদলের এক বৈঠকে এই তথ্য জানানো হয়।

বেসিস কার্যালয়ে আয়োজিত বৈঠকে ইআইপিও পরিচালক জুস্ট হেলমস ব্রেইনপোর্ট আইন্ডহোভেন অঞ্চল এবং ট্রিপল হেলিক্সের মধ্যে সহযোগিতা মডেলের সফল রূপান্তরের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে ধারণা দেন। তিনি বলেন, ডাচ অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে এবং ব্রেইনপোর্ট আইন্ডহোভেন নেদারল্যান্ডসের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চল যা ২০০৫ থেকে ২০১৫ সময়কালে জাতীয় প্রবৃদ্ধির চেয়ে সাত গুণ দ্রুত প্রবৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলটি ১০ ​​বছরে ১১ হাজারের অধিক চাকরির সুযোগ তৈরি করেছে, যেখানে আরও দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বাংলাদেশ প্রতি বছর অসংখ্য আইটি গ্র্যাজুয়েট তৈরি করে এবং মানবসম্পদ উন্নয়ন প্রক্রিয়ায় শিল্পকে সম্পৃক্ত করার এটাই সময়। আমরা ব্রেইনপোর্ট আইন্ডহোভেন অঞ্চলের মডেলকে অনুসরণ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি কৌশল তৈরি করতে পারি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি স্থানীয় কোম্পানিগুলোর সক্ষমতা তুলে ধরতে প্রচার খুবই গুরুত্বপূর্ণ। 

Techshohor Youtube

উভয় পক্ষই শিল্পের প্রচার, বি-টু-বি ম্যাচমেকিং সেশনের ব্যবস্থা এবং অদূর ভবিষ্যতে বিনিয়োগ কার্যক্রম নিয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়, যা উভয় দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্পর্ককে আরও গভীর করবে। প্রতিনিধি দলটি পরবর্তী বেসিস সফটএক্সপোতে অংশগ্রহণ করার আগ্রহও দেখায় । 

এসময় আরও উপস্থিত ছিলেন ইআইপিও পরিচালক পিটার পোর্টহেইন, কিংডম অব নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এ.বি. বাস ব্লাউ, জ্যেষ্ঠ উপদেষ্টা (অর্থনৈতিক ও সিএসআর কার্যক্রম) মাহজাবীন কাদের, অ্যামফিনিটি কনসাল্টিংয়ের পরিচালক এ এন এ মুশাব্বির।




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102