শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান | Adhunik Krishi Khamar

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান | Adhunik Krishi Khamar




আগামী ২০২২-২৩ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা নুন্যতম ২০০০ টাকা এবং চাকরির সমঅধিকারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের ৪১টি সংগঠন।

আজ ১৩ এপ্রিল ২০২২, প্রতিবন্ধী সংগঠনসমুহের পক্ষে বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব এবং সমন্বয়কারী ইফতেখার মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর প্রতিনিধির নিকট হস্তান্তর করেন।

উক্ত কর্মসূচিতে বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, ডিজেবেল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এর নির্বাহী পরিচালক নাসরিন জাহান এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) এর কর্মসূচি কর্মকর্তা বক্তব্য রাখেন।

সারাদেশের ৪১টি প্রতিবন্ধী সংগঠনের পক্ষে ৭ দফা দাবির মধ্যে রয়েছে-
১. ২০২২-২৩ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা নুন্যতম ২০০০ (দুই হাজার) টাকা করা।
২. ২০২২-২৩ জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করা।
৩. অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করা।
৪. ২০২২-২৩ জাতীয় বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করা।
৫. সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য দেয়া।
৬. অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করা।
৭. প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ দেয়া।

উল্লেখ্য যে, গত ১ এপ্রিল, ২০২২ থেকে ৭ দফা দাবিতে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগে একটি মানব বন্ধন আয়োজন করা হয়, যেখানে প্রায় দুই হাজার মানুষের সমাগম হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী মানুষের ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবিতে চট্টগ্রাম, খুলনা, কুড়িগ্রাম, রাজবাড়ি, বরিশাল, বগুড়াসহ দেশব্যপী এ মানববন্ধন চলমান রয়েছে।









Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102