মিঠুল মাসুদঃ bb.q (Best of the Best Quality) যা বাংলাদেশসহ সারা বিশ্বের একটি পরিচিত নাম। বিশেষ করে ভোজনরসিকদের জন্য bb.q Chicken একটি অন্যতম আস্থার জায়গা। bb.q Chicken রেস্তোরার সকল আইটেমই সম্পুর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত যা গুণমানে সেরা। মুখরোচক সব দারুণ দারুণ আইটেম এর মাধ্যমে কোরিয়ান ভিত্তিক এই ফ্রাঞ্চাইজটি ইতোমধ্যে বাংলাদেশের ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।
‘চিকেন’ দিয়ে তৈরি খাবারের জন্য bb.q এর বিশ্বব্যাপী রয়েছে দারুণ সব অর্জন, সুনাম ও খ্যাতি। bb.q Chicken এ রয়েছে কোরিয়ান স্বাদের অনেক ধরনের মেনু। যেগুলো ছোট বড় সব বয়সী মানুষের জিভে জল আনবে অনায়াসে। bb.q Chicken এ মুরগির পাশাপাশি মিলবে পিৎজা, পাস্তা, সুপ, রাইসের কিছু ডিশ, কফি ও ডেজার্ট।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ধর্মপ্রাণ রোজাদারদের জন bb.q Chicken এর ইফতার বাজারে চলছে স্পেশাল মজাদার মেনুর সমাহারে ধামাকা অফার । এই রেস্তোরার নিয়মিত মেনু মচমচে চিকেন স্ট্রিপসের সঙ্গে লেটুস, চেরি টমেটো যেমন আছে, তেমন আছে সুস্বাদু স্যুপ। মিল্ক, ক্রিম ও মাশরুমের মিশ্রণে বেশ মুখরোচক এই স্যুপ। পাশাপাশি ইফতারের জন্য রয়েছে দারুণ সব আইটেম যার মাধ্যমে ভোজনরসিকদের ইফতারীর সময়টাকে করে তুলবে আরও মজাদার ও আকর্ষণীয়।
এখানে রয়েছে ইফতার প্লাটার– ১ ও ইফতার প্লাটার- ২ নামে দুইটি আকর্ষণীয় মেনু। যেখানে ইফতার প্লাটার–১ এ মাত্র ৬৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাবে জ্যামাইকান গ্রিলড হোল লেগ ১ পিস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন সাসলিক ১ পিস, চিকেন কিশ ১ পিস, মাশরুম চিকেন বাইট ১ পিস, সানি সাইড এগ ১পিস, ফ্রুটস ইয়োগার্ট, বাকলাভা আসাবা ১ পিস, খেজুর ২ পিস, পানি ৫০০ মিলি এর সমন্বয়ে দারুণ মুখরোচক সব আইটেম। ইফতার প্লাটার–২ কেনা যাবে একই দামে । এই প্ল্যাটারে থাকছে কোরিয়ান চারব্রএলড গ্রিলড চিকেন ১ পিস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন সাসলিক ১ পিস, চিকেন কিশ ১ পিস, মাশরুম চিকেন বাইট ১ পিস, সানি সাইড এগ ১পিস, ফ্রুটস ইয়োগার্ট, বাকলাভা আসাবা ১ পিস, খেজুর ২ পিস, পানি ৫০০ মি লি। এছাড়াও সদ্য উদ্বোধনকৃত নতুন ইফতার প্ল্যাটার Suhoor-1 ও Suhoor-2 এ মাত্র ৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) থাকছে কোরিয়ান চারব্রএলড গ্রিলড চিকেন , ভেজিটেবল, বিবি উইংস, গুরমে গারলিক বিবিকিউ , কিং প্রন, মিষ্টি দই, ভেজিটেবল, গারলিক রাইস।
এ প্রসঙ্গে bb.q Chicken এর ম্যানেজার (বিজনেস অপারেশন) মোঃ মিজানুর রহমান akkbd.com কে জানান, রমজান উপলক্ষ্যে প্রতিবারের মত এবারো bb.q Chicken ইফতার এবং সেহরির জন্য বিশেষ ৪টি প্ল্যাটার নিয়ে এসেছে। bb.q Chicken সব সময় রোজাদারদের জন্য একটি সুষম এবং পরিপূর্ণ খাবার পরিবেশন করতে চেষ্টা করে। সেই লক্ষ্যে এবারো আমরা আমাদের প্ল্যাটার গুলো সাজিয়েছি। এতে আমাদের সবচেয়ে জনপ্রিয় জ্যামাইকান গ্রিল চিকেন এবং কোরিয়ান চারব্রএলড গ্রিল চিকেন ছাড়াও রয়েছে বিভিন্ন ফ্লেভার এর রাইস, কিং প্রন, ভেজিটেবল, এগ, খেজুর ইত্যাদি। ডেজার্ট হিসেবে আছে বাকলাভা আসাবা। ইফতার প্ল্যাটার এ এবারে আমাদের আরও একটি সংযোজন- ফ্রুটস ইয়োগার্ট, সারাদিন রোজার পর যা রোজাদারদের জন্য হবে অত্যন্ত রিফ্রেশিং।
তিনি আরও বলেন, bb.q Chicken সব সময়ই নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত খাদ্য পরিবেশনে প্রাধান্য দেয়। যদিও বা কোভিডের প্রকোপ অনেকটাই কমে এসেছে তবুও আমরা আমাদের অতিথিদের জন্য সর্বচ্চ পরিচ্ছন্নতা এবং সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছি। আশা করছি রোজাদারদের স্বাদ, তৃপ্তি এবং সুস্বাস্থের সকল চাহিদাই আমরা পূরণ করতে সক্ষম হবো।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “bb.q Chicken” সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে যাত্রা শুরু করে। এখানে ব্যবহৃত মুরগিগুলো ইয়ন গ্রুপের নিজস্ব ফার্ম থেকে সরবরাহ করা হয়। যেকোন আউটলেট থেকে যেকোন একটি ইফতার প্লাটার অর্ডার করলেই ফ্রি হোম ডেলিভারীর মাধ্যমে পৌছিয়ে দিচ্ছে bb.q Chicken। যেকেউ চাইলেই (01729202227 বনানী, 01729273227 ধানমন্ডি, 01729208227 উত্তরা) নাম্বারে নিজের পছন্দমতো অর্ডার করতে পারবেন ।