আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে এই মুহূর্তে টাউনের সবচেয়ে আলোচ্য বিষয়। সবার নজর এখন বলিউডের এই দম্পতির দিকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, বলিউডের এই শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীদ্বয়ের বিয়েতে দাওয়াত পেয়েছেন মাত্র ২৮ জন! এ নিয়ে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এত অল্প সংখ্যক মানুষ দাওয়াত দেওয়ায় বেশ কষ্ট পেয়েছেন অনেক ভক্ত অনুসারীই। অনেকের ক্ষেত্রেই আবার কষ্টটুকু গড়িয়ে রুপান্তর হয়েছে ক্ষুব্ধতায়।
প্রতিক্রিয়া জানতেই eআরকি’র পক্ষ থেকে এক জরিপের আয়োজন করা হয়। এ ব্যাপারে চট্টগ্রামের শামছুদ্দিন মোল্লা (৫০) নামের একজন বলেন, ‘এরা আসলে জাত গরীব, ছোটলোক। মাত্র ২৮ জনরে দাওয়াত দিছে এইটা বিশ্বাস করা যায়? আমার ছেলের সুন্নতে খৎনায় দাওয়াত দিছিলাম ৫০০ লোকরে। শুধু টাকা থাকলে হয় না ভাইজান, মনও থাকা লাগে। শুধু কি তাই, বিয়ের ভিডিও তো নাকি ১১০ কোটি টাকায় বিক্রি করছে। এইগুলা কি বিক্রি করার জিনিস? অথচ আমাদের সময়ে এইগুলা বুকের মধ্যে জড়াইয়া রাখতাম। কী দিনকাল আইলো কিছু বুঝি না… ’
এমন বিপর্যয়ে রণবীরের ফুফা, খালুদের জন্য বেশ আফসোস করেন তিনি। তিনি বলনে, ‘ওদের জন্য খারাপ লাগছে। বেচারারা রাগ করতে পারলো না। রাগ করবে কই, দাওয়াতই তো পায়নি। এভাবেই এই প্রজন্ম ফুফা, খালুদের রাগের মত হাজার বছরের ঐতিহ্য নষ্ট করে ফেলবে।‘
খায়রুন্নাহার জুঁই নামে এক পাশের বাসার আন্টি বেশ গুরুত্বপূর্ণ মতামত জানান। তিনি বলেন, ‘বিয়ে-শাদীতে গুরুজনের আশীর্বাদ আল্লাহর নিয়ামত। সেই সুযোগটাই ওরা রাখে নাই। মানুষ দাওয়াতে যায়া একটু দোয়া টোয়া করবে, খাবার কেমন হইলো আলাপ সালাপ করবে, বোরহানি কম পড়লো কি-না দেখবে,মেয়ের হাতের রঙ-মুখের রঙে মিল আছে কি-না চেক করবে—তা না, দাওয়া দিছে মাত্র ২৮ জন! এজন্যই তো আজকাল ডিভোর্স টিভোর্সের সংখ্যা এতো বাড়তেছে। দেখেন না! যাক আর কিছু না বলি…’
এদিকে eআরকির চট্টগ্রাম প্রতিনিধি জানান, আন্দরকিল্লার রহমান নামের এক লোক রণবীর আলিয়ার উপর রাগ করে ওনার ছেলের শশুরবাড়িতে ২৮০০ জনের একটা মেজবানির আয়োজন করেছেন। সবাইকে দাওয়াতও দিয়েছেন তিনি।