সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার (১৭এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার বটতলা চত্তরে আলোচণা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা প্রমুখ । বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে আলোচণা করেন।