ঝালকাঠির নলছিটির এলাকার সারদল গ্রামের ইউনুচ আলী বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস বারোমাসি লেবু চাষ করে সফলতা পেয়েছে। বর্তমানে লেবুর দাম ভালো থাকায় চড়া লাভে ব্যবসা হচ্ছে। তাছাড়া লেবুর চাহিদা সারা বছর থাকে। চাহিদা ভালো থাকার কারণে ব্যবসা ভালো হচ্ছে।
জানা যায়, করোনা ভাইরাসের কারণে ঢাকার দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হয়ে যায়। ব্যবসা বন্ধ হওয়ার জন্য গ্রামে চলে আসতে হয়। গ্রামে আসার পর বিভিন্ন মানুষের পরামর্শে ১০ শতাংশ জমিতে ছিটলেজা থাই জাতের বারোমাসি লেবু চাষ করেন। এখন তার ১০ শতাংশ লেবু বাগান থেকে বছরে ৬০ হাজার টাকা আয় হয়।
তিনি আরও বলেন, আমার লেবু বাগান থেকে সারা বছর পাইকাররা লেবু কিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে। আমার অল্প পুঁজি থাকার কারণে ব্যবসা বড় করতে পারছিনা। লেবু চাষ ভালো লাভ জনক হওয়ায় ভবিষ্যতে বাগান বড় করা ইচ্ছে রয়েছে। তবে সরকারে কাছ থেকে সহযোগিতা পেলে খুব দ্রুত বড় করতে পারবো। ততে আমার এলাকার বেকার সমস্যা দূর করতে পারবো।
এ ব্যাপারে নলছিটি কৃষি উপ-সহকারি লুৎফর রহমান জানান, সোহেল একজন পরিশ্রমী ছেলে। আর তার এই পরিশ্রমের ফলন হলো তার লেবু বাগান। সে খুব যত্ন করে তার লেবু বাগানটি গড়ে তুলেছেন। আমরা তার বাগানের সার্বক্ষণিক তদারকি ও খোঁজ খবর রাখছি এবং সার কীটনাশকসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।