পোলট্রি খামারে সঠিক উৎপাদন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনাগুলো খামারিদের ভালোভাবে জানতে হবে। বর্তমানে আমাদের দেশে ব্যাপকহারে মুরগির খামার গড়ে উঠেছে। এসব পোলট্রি খামার থেকে লাভবান হওয়ার জন্য বেশ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। চলুন আজকে আমরা জানবো পোলট্রি খামারে সঠিক উৎপাদন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে-
পোলট্রি খামারে সঠিক উৎপাদন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনাঃ
১। পোলট্রি খামারের ভিতরে নির্দিষ্ট স্থানে ও একটি নির্দিষ্ট দূরত্ব পর পর মুরগির লিটার, খাঁচা বা মাচা ব্যবহার করতে হবে। এতে খামারে শৃঙ্খলা বজায় থাকবে ও মুরগি পালনে জটিলতা কমে যাবে।
২। মুরগি পালনের সময় খামারে আলো-বাতাস চলাচলের জন্য খামারের চারদিকের দেয়ালে ফাঁকা জায়গা রাখতে হবে। আবার প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে দ্রুত ফাঁকা স্থান ঢেকে দেওয়া যায় সেজন্য পর্দার ব্যবস্থা রাখতে হবে।
৩। পোলট্রি খামারের সময়মতো ও সঠিক পরিমাণে খাদ্য প্রদান করতে হবে। খাদ্য প্রদানের ওপরে অনেক সময় পোলট্রি খামারের উৎপাদন নির্ভর করে থাকে। তাই খাদ্য প্রদানকে গুরুত্বের সাথে দেখতে হবে।
৪। মুরগির খামারে যাতে বাইরের কোন প্রাণী বা চোর প্রবেশ করতে না পারে সেজন্য খামারের চারদিকে উচু দেয়াল নির্মাণ করতে হবে। এতে মুরগির খামার অনেকটাই নিরাপদ থাকবে ও রোগের পরিমাণ কমে যাবে।
৫। অতিরিক্ত গরমের সময় মুরগিগুলোকে রক্ষা করার জন্য টিনের চালের উপর সাদা রং দেওয়া যেতে পারে অথবা ছন দিয়ে চাল ঢেকে দিতে পারলেও ভালো হবে। এতে করে গরমে মুরগির হিট স্ট্রেস কমে যাবে।
আরও পড়ুনঃ মুন্সিগঞ্জে ইউরোপের মুরগি পালনে সফল সাইদুর, মাসে আয় ৩০ হাজার
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার