শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

মৎস্য ও কৃষিখাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দ্বারপ্রান্তে দেশ – মোস্তাফা জব্বার – টেক শহর

  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
মৎস্য ও কৃষিখাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দ্বারপ্রান্তে দেশ - মোস্তাফা জব্বার - টেক শহর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী দিনে মৎস্য ও কৃষিখাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। মোবাইল ফোনে আইওটি যন্ত্রই কৃষককে বলে দিবে কখন তার জমিতে সার বা সেচ দিতে হবে এবং কী পরিমান লাগবে সেটাও জানতে পারবে। মাছ চাষেও এই প্রযুক্তি আমূল রূপান্তর ঘটাবে ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শুক্রবার ঢাকায় বৃহত্তর বগুড়া জেলা সমিতির ইফতার মাহফিল উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলছিলেন।

তিনি বলেন , ডিজিটাল প্রযুক্তি শিল্প-বাণিজ্য ও শিক্ষাসহ জীবনের সকল ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর করে বাংলাদেশের প্রচলিত জীবনধারা বদলে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে যা অনেক উন্নত দেশও পারেনি।

Techshohor Youtube

খোদ আমেরিকায় মানুষ চিকিৎসা পায়নি, ওষুধ পায়নি। অন্যদিকে বাংলাদেশ সুচারু দক্ষতার সাথে করোনাকে মোকাবেলা করেছে। আমাদের জীবনযাপন বা অর্থনীতি কেবল সচল ছিলোনা আমাদের জাতীয় প্রবৃদ্ধি অন্যদেরকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার ।

মন্ত্রী বলেন, আমাদের বুঝতে হবে করোনার আগের জীবনধারা এখন আর বিদ্যমান নেই এবং সামনের দিন এখনকার অবস্থায় বিরাজ করবে না। ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসায় রূপান্তর হবে। প্রচলিত শিক্ষা পদ্ধতিকে রূপান্তর করবে মিশ্র বা ডিজিটাল শিক্ষা পদ্ধতি। এই ক্ষেত্রে শ্রেণি-কক্ষের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ও বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে অনুন্নত কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত ১৩ বছরে বিস্ময়কর অগ্রগতি অর্জন সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ করেন।

বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি কেএইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম তালুকদার ।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102