কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়া পয়েন্টে জেলেদের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের একটি বোল মাছ।
জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার জেলে আব্দুর রশিদের টানা জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা।
জেলে আবদুর রশিদ বলেন, সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটি মাছও ধরতে পারিনি। হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে শেষ বারের মতো জাল টানলে মাছটি ধরা পড়ে। সাগর থেকে মাছটি উঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্ট মার্টিন জেটিঘাটে নেওয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছের ওজন ১৪০ কেজি। মাছের দাম চাওয়া হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেন।
মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, ২-৩ বছর আগে সেন্ট মার্টিন দ্বীপে ৩৮ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছিল। গত কয়েক বছরে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করতে পারলে কম পক্ষে লাখ টাকায় বিক্রি সম্ভব হতো।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপের এক জেলের টানা জালে ১৪০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫-১৫ কেজি ওজনের বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।