প্রথম রোজা থেকেই কম দামে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুরু থেকেই নিম্ম আয়ের মানুষদের কাছে এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। মাংস, দুধ ও ডিম বিক্রির ভ্রাম্যমাণ গাড়ির সামনে প্রতিদিনই বাড়ছে ভিড়। কম দামে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, কালশী , যাত্রাবাড়ি, খিলগাঁও, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা ও উত্তরার দিয়াবাড়িসহ মোট ১৫টি পয়েন্টে পাওয়া যাচ্ছে এসব পণ্য।
খুচরা বাজারে প্রতিকেজি গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হলেও রাজধানীর এসব পয়েন্টে ৫৫০ টাকা কেজি দরে মিলছে গরুর মাংস। এছাড়াও পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।
যাত্রাবাড়ী মোড়ে ভ্রাম্যমাণ গাড়ির সামনে গরুর মাংস কিনতে আসা পরিবহন শ্রমিক রুবেল জানিয়েছেন, ‘বাজারে এক কেজি গরুর মাংসের দাম ৭০০ টাকা। তার মধ্যে হাড্ডি-চর্বি তো আছেই। যে কারণে মাংস কিনে খাওয়া ভুলেই গিয়েছিলাম। মা বাবাসহ সাত জনের সংসার। দুই কেজি গরুর মাংস তো লাগেই। এমন অবস্থায় সরকারের এ উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ।’