সুন্দরবন ডেক্স: শরণখোলায় উপজেলার বাংলাবাজারে খাল দখল করে ভবন নির্মানের কাজ শুরু করছিল মোঃ খলিলুর রহমান নামের এক বিএনপি নেতা। খবর পেয়ে সোমবার বিকেল ৪টায় (২৫এপ্রিল) ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম ছিদ্দিকী। এরপর তিনি খালটি রক্ষায় মালামাল অপসরন করে ওই ভবনের কাজ বন্ধ করে দেন।
ইউএনও জানান, বাংলাবাজার সংলগ্ন সরকারি খালটি প্রায় অর্ধেক ভরাট করে ভবনের কাজ শুরু করেন উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের আঃ আজিজ ফকিরের পুত্র মোঃ খলিলুর রহমান। কিছুদিন আগে এ খবর পেলে তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ ছরোয়ার তালুকদারের মাধ্যমে কাজ না করার নির্দেশ দেন।
কিন্তু তিনি ওই নির্দেশ না মেনে ভবন নির্মানের কাজ শুরু করেন। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধকরে দেই। পরবর্তীতে আবার কাজ শুরু করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা।
বাংলাবাজারের ব্যবসায়ী ফরিদ হাওলাদার জানান, বিএনপি নেতা খলিলুর রহমান এলাকাবাসীর কথা না শুনে খাল ভরাট করে ভবন নির্মান করছিল। অথচ এ খালটির উপর রায়েন্দা ইউনিয়নের ৭/৮টি গ্রামের মানুষ নির্ভরশীল। তাই এলাকার স্বার্থে আমরা উপজেলা প্রশাসনকে জানালে ইএনও দ্রæত পদক্ষেপ নেন।