রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে স্বেচ্ছাসেবী সংগঠন রামপাল রক্তদান ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল শনিবার দুপুর ১২.০০ টায় উপজেলার শ্রীফলতলা মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে যে, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে তারা এ উদ্যেগ গ্রহণ করেছেন।
খাদ্য সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, তেল, ডাল, পিয়াজ দেয়া হয়।
এসময় প্রায় ১২০ জন মানুষের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রামপাল রক্তদান ক্লাবের সদস্য কাজী অজিউর রহমান, মোঃ মিকাইল হোসেন, মোঃ সাব্বির রহমান, মোঃ আব্দুল্লাহ খান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাকুর শেখ, এস, এম, হাফিজুর রহমান, মোঃ হামিদুর রহমান জামি, মোঃ শরিফুল শেখ, মোঃ আরাফাত হোসেন সবুজ সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।