শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

পদত্যাগ শিখতে শ্রীলংকায় যাচ্ছে উগান্ডার মন্ত্রী পরিষদের ১৬ সদস্য

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
পদত্যাগ শিখতে শ্রীলংকায় যাচ্ছে উগান্ডার মন্ত্রী পরিষদের ১৬ সদস্য

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। সারাবিশ্বেই গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়েছে তখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত সারাবিশ্বের কাছেই শিক্ষনীয় এক বার্তা নিয়ে এসেছে।

বিশ্বরাজনীতির এই শিক্ষা গ্রহণ করতে এবার শ্রীলঙ্কায় যাচ্ছেন উগান্ডার মন্ত্রীপরিষদের ১৬ সদস্য। এই সফরে তারা পদত্যাগ করার নানা নিয়ম কানুন শিখবেন।

এই সফরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলতে উগান্ডা সরকারের রেলমন্ত্রী বলেন, ‘দেশের নানা উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরও পদত্যাগ করার বাসনা জাগে। কিন্তু সঠিক নিয়ম জানি না দেখে করা হয় না। সেজন্যই এই সফর।’

জানা যায়, তিন সপ্তাহে করে ৩ বছরের এই কার্যক্রমে খরচ হবে তিনশো কোটি টাকা। ৩ বছর পর থেকে দেশের অন্যান্য মন্ত্রী আমলাদেরকে এই ট্রেনিং এর আওতায় আরও ১০ বছর আনতে সময় লাগবে। ১০ বছর পর থেকে মাঠ পর্যায়ে এর সুফল ভোগ করা যাবে।  

‘ট্রেনিং এ কী কী শিখবেন?’ আমাদের এমন প্রশ্নে উগান্ডার বানিজ্যমন্ত্রী বলেন, ‘কীভাবে চেয়ার থেকে নামতে হয়। কীভাবে জুতা পরতে হয়। সাংবাদিকদের কী বলতে হয়। এসব। পাশাপাশি দিনে করা বেটার নাকি রাতে সেটাও শিখবো।‘

এদিকে পদত্যাগ শিখতে যাওয়ার এই সফরে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রীর স্ত্রী। তিনি বলেন, ‘কয়েকদিন পা’টা বড্ড ব্যথা করতাছে। এই পা মানে পদ ত্যাগ করা শেখা দরকার। আমিও যাবো। শিখে এসে স্বাস্থ্যভাবীকেও শেখাবো। ওনার নাকি কোমরে ব্যথা। পদত্যাগের পাশাপাশি কোমরত্যাগ কি শেখা যাবে?’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102