শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

যেভাবে বের করবেন ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড – টেক শহর

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
যেভাবে বের করবেন ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড - টেক শহর

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আগে এক সময় লগ-ইন করেছিলেন কিন্তু এখন সেই ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড মনে নেই – এরকম অনেক সময়ই হয়। তবে স্কুল, অফিস অথবা কফিশপ যেখানেই হোক না কেন ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটি সংরক্ষন করে রাখা উচিত। কিন্তু এটি যদি পরবর্তীতে অটোমেটিকভাবে সংযোগ না পায় তাহলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে।

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আগে এক সময় লগ-ইন করেছিলেন কিন্তু এখন সেই ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড মনে নেই – এরকম অনেক সময়ই হয়। তবে স্কুল, অফিস অথবা কফিশপ যেখানেই হোক না কেন ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটি সংরক্ষন করে রাখা উচিত। কিন্তু এটি যদি পরবর্তীতে অটোমেটিকভাবে সংযোগ না পায় তাহলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে।

উইন্ডোজ কম্পিউটারে কিভাবে পাসওয়ার্ড খোঁজে পাওয়া যাবে

Techshohor Youtube

উইন্ডোজে সম্প্রতি যে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করা হয়েছে তার পাসওয়ার্ড খোঁজে পাওয়া সহজ। তবে স্টোর হয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো পাওয়া কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার।

বর্তমানে উইন্ডোজে সংযুক্ত রয়েছে এমন ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড যেভাবে খোঁজে বের করতে হবে-

১. স্টার্ট বাটনে ক্লিক করার পর Control Panel > Network and Internet > Network and Sharing Center (Windows 11) অথবা Settings > Network & Internet > Status > Network and Sharing Center (Windows 10) চাপতে হবে

২. পরবর্তী ধাপে কানেকশন অপশনে যাওয়ার পর নীল রংয়ে হাইলাইট হয়ে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কের নামে ক্লিক করতে হবে

৩. এরপরে ওয়ারলেস প্রপার্টিস এ ক্লিক করে সিকিউরিটি অপশনে যেতে হবে

৪. সবশেষে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড প্রদর্শনের জন্য শো ক্যারেক্টারস লেখা বক্সে চেক করতে হবে

উইন্ডোজে থাকা সব ওয়াই-ফাই নেটওয়ার্ক পাসওয়ার্ডস খোঁজে বের করা

১.ডেস্কটপের টাস্কবারে উইন্ডোজ আইকনে রাইট ক্লিক করতে হবে

২. উইন্ডোজ টার্মিনালে (অ্যাডমিন) ক্লিক করতে হবে

৩. netsh wlan show profile এ টাইপ করার পর কোন ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত রয়েছেন তা বোঝতে কীবোর্ডের Enter চাপ দিতে হবে।

৪. যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খোঁজা হচ্ছে সেই নেটওয়া netsh wlan show profile “(Wi-Fi network name)”key=clear টাইপ করতে হবে ( যেমন- netsh wlan show profile “Netgear667″key=clear) এবং এরপর Enter চাপ দিতে হবে

ম্যাকওএসের ক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড বের করা যায়

ম্যাকে প্রবেশ ও সেভ করা প্রতিটি পাসওয়ার্ড ম্যাকওএসের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম কীচেইন অ্যাকসেসে স্টোর হয়ে থাকে। আর এখানেই ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডও থাকে।

পাসওয়ার্ড খোঁজার শুরুতেই কীচেইন অ্যাকসেস অ্যাপ খুলতে সার্চ ফিচার ব্যবহার করতে হবে। তারপর যেসব কাজ করতে হবে-

১.সাইডবারে থাকা সিস্টেম কীচেইনের নিচে সিস্টেমে ক্লিক করা
২.উইন্ডোর ওপরে থাকা পাসওয়ার্ডসে ক্লিক করতে হবে
৩.যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড চাইছেন তা বের করে সেখানে ডাবল-ক্লিক দিতে হবে
৪.সবশেষে শো পাসওয়ার্ড বক্সটি চেক করতে হবে
এরপর ওয়াই-ফাই নেটওয়ার্কে যে পাসওয়ার্ডটি সাধারনত ব্যবহার করা হয় তা দেখাবে। পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হলে পাসওয়ার্ড ফিল্ডে ডাবল ক্লিক করতে হবে এবং প্রয়োজনে তা ক্লিপবোর্ডে কপি করে নিতে হবে ।

ইন্টারনেট/ আরএপি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102