শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

ডুওলিঙ্গো অ্যাপে এবার অন্তর্ভুক্ত হচ্ছে চট্টগ্রামের ভাষা

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
ডুওলিঙ্গো অ্যাপে এবার অন্তর্ভুক্ত হচ্ছে চট্টগ্রামের ভাষা

ভাষা শিক্ষার অন্যতম পথ প্রদর্শক ‘Duolingo’ অ্যাপ। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৩০ মিলিয়ন শিক্ষার্থীকে  ২০টির বেশি ভাষা শিখাচ্ছে এটি। তাই এর গ্রহনযোগ্যতাও আকাশচুম্বী। তবে সম্প্রতি এক অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামের ভাষাকে ডুওলিঙ্গের সর্বশেষ সংযোজন হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দেন প্রতিষ্ঠাতা ও সিইও লুইন ভন আন৷  

এ ব্যাপারে তিনি বলেন,‘চট্টগ্রামের ভাষার সাথে আমি পরিচিত৷ প্রথমবার শোনার পর থেকেই একে আন্তর্জাতিক মানের ভাষা মনে হয়েছে। তখন থেকেই মূলত ডুওলিঙ্গতে একে যোগ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও অন্যান্য দেশসহ বাংলাদেশের অনেক শিক্ষার্থীই আমাকে জানিয়েছে তারা চট্টগ্রামের ভাষা শিখতে আগ্রহী। তাদের জন্য কাজ করতে পেরে আমি সফল, খুব ভালো লাগছে৷’  

ডুওলিঙ্গ অ্যাপে যেয়ে দেখা যায় চট্টগ্রামের ভাষা শোনা, বলা এবং উচ্চারণ পরীক্ষার জন্য সেখানে ইতিমধ্যে সবকিছুই প্রস্তুত। এখন কেবল বাজারে আসার অপেক্ষা।

এ খবর শোনার পর অত্যন্ত বহুল ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, ‘জীবনে অনেক ভাষাই তো আমি শিখেছি। কিন্তু ঘরের পাশের চিটাইংগা ভাষা শেখা হলো না। ভাবছি ডুওলিঙ্গ অ্যাপে চিটাগাং এর ভাষা শেখার কোর্সে ভর্তি হয়ে যাবো।’

চট্টগ্রামের ভাষার পাশাপাশি ভবিষ্যতে সিলেট ও নোয়াখালীর ভাষা যোগ হতে পারে বলেও জানিয়েছে অ্যাপটির সিইও।




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102