টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপোর শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানি এবং যৌন পৗড়নের অভিযোগ নিয়ে টেকশহর ডটমকে প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে ‘নতুন’ একটি বিবৃতি দিয়েছে অপো বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অপো বাংলাদেশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ‘ শীর্ষক সংবাদ প্রকাশের পর বেশ কিছু গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা ও প্রতিক্রিয়া আসে।
এরপর শুক্রবার অপো বাংলাদেশের পক্ষে ব্লাকবোর্ড স্ট্র্যাটেজিস এশিয়াটিক ৩৬০ একটি বক্তব্য পাঠায় ।
সেখানে উল্লেখ করা হয়, ‘অভিযোগকারী প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর আমরা তার থেকে আইনি নোটিশ পাই। এর পরপরই আমরা তার জবাব দেই। প্রতিষ্ঠান ও কর্মীদের উত্তরোত্তর সমৃদ্ধিতে আমরা আমাদের প্রাক্তন কর্মীদের সাথে যেকোনো আলোচনায় আগ্রহী।’
সেখানে আরও বলা হয়, ‘আমাদের জানামতে, বাংলাদেশ কমিউনিকেশন ইক্যুইপমেন্ট কোম্পানি লিমিটেডে অভিযোগকারীর চাকরির সময়কালে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা ওই সময়ে এ সংক্রান্ত কোন নোটিশ বা অভিযোগ পাইনি। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে যেকোনো ধরনের অসদাচরণ বা হয়রানির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করি। আমাদের প্রতিষ্ঠানে লিঙ্গ ও ধর্ম নির্বিশেষে কর্মীদের জন্য সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা হয়, যাতে প্রত্যেক কর্মী প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির সাথে সাথে নিজেদের উন্নতিতে অনুপ্রাণিত বোধ করেন।’