শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

আরও একদফা বেড়েছে গমের দাম! | Adhunik Krishi Khamar

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
আরও বেড়েছে গমের দাম!

ফাইল ছবি


রাশিয়া ইউক্রেইন যুদ্ধের ফলে বিশ্ব বাজারে সকল পণ্যের দাম চড়া। তার মধ্যে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় আন্তর্জাতিক বাজারে গমের দাম লাফিয়ে বেড়েছে। বিশ্বের গম কেনাবেচা অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে মূল্য সূচক ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

ভারতের সরকার জানিয়েছে, গম রপ্তানির ওপর এরই মধ্যে যেসব ঋণপত্র ছাড় করা হয়েছে সেগুলোর ভিত্তিতে ওই পরিমাণ গম রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া যেসব দেশের জরুরি খাদ্য প্রয়োজন, কেবল তাদের সরকারিভাবে গম রপ্তানি করা হবে। এর বাইরে সাধারণ সব রপ্তানি বন্ধ।

জি সেভেন জোটের দেশ গুলোর কৃষিমন্ত্রীরা জার্মানিতে এক বৈঠকে ভারতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী কেম ওসডেমির বলেন, যদি সবাই রপ্তানিতে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ দিতে শুরু করে তাহলে সংকট আরও খারাপের দিকে যাবে।

রাশিয়া ইউক্রেইনে সেনা অভিযান শুরুর পর সেদেশের গম রপ্তানি বন্ধ হয়ে যায়। এছাড়া খরা, বন্যার কারণে অন্যান্য বড় গম উৎপাদনকারী দেশেও ফলন কমেছে এবার। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা আশা করেছিলেন, ভারত হয়ত ওই ঘাটতি অনেকটা পূরণ করতে পারবে। নিষেধাজ্ঞা আরোপের আগে ভারতও এ বছর রেকর্ড এক কোটি টন গম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা পরিস্থিতি ফের বদলে দিয়েছে।

জাতিসংঘ (ইউএন) জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধের প্রভাবে মার্চে বৈশ্বিক খাদ্য মূল্য রেকর্ড গড়েছে। এপ্রিলে তা সামান্য কমলেও গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি ছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক গ্রুপ গোল্ডম্যান স্যাকসের ওয়াল স্ট্রিট বিনিয়োগ ব্যাংকিং বিভাগের জ্যেষ্ঠ চেয়ারম্যান লয়ড ব্ল্যানকফেইন বলেন, “বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার খুবই, খুবই উচ্চ ঝুঁকি রয়েছে।



Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102