ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিলের আগামী বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে সেটা নিয়ে যেন এখন থেকেই আলোচনার শেষ নেই। কেননা, এই দলটির প্লেয়ারদের পারফর্মেন্স এখন তুঙ্গে। কাকে রেখে কাকে নিয়ে টিটে যাবেন কাতারে সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে ব্রাজিলের আক্রমন ভাগ নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে টিটেকে। সবাই সেরা ছন্দে আছেন। কাকে রাখবেন, কাকে ছাড়বেন। বেচারা টিটে তো সিবিএফের কাছে ২৩ এর জায়গায় ২৬ সদস্যের দল ঘোষণা করার অনুমতিও নিয়েছিলেন কিছুদিন আগে।
নেইমারকে লেফট উইং থেকে সরিয়ে এনেছেন টিটে। ব্রাজিল এবং চিলির মধ্যকার শেষ ম্যাচেই দেখা গেছে সেটা। লেফট উইং সামলানোর জন্য এখন আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং মার্তিনেল্লির মত প্লেয়ার। জাতীয় দলের হয়ে গোলের খাতাও খুলেছেন তিনি।
চলতি মৌসুমে ইউরোপের সেরা প্লেয়ারদের একজন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে ৪১টি গোলে সরাসরি অবদান তার। তার দুর্দান্ত পারফর্মেন্সের জন্যই চলতি মৌসুমে এতটা সফল হয়েছে রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়াসের এমন পারফর্মেন্সের পর তাকে বাদ দেওয়ার কোন সুযোগই নেই ব্রাজিল কোচ টিটের। তবে টিটে যেন এবার ভিনিসিয়াসকে আরেকটু নিশ্চয়তাই দিয়ে দিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়াসকে নিয়ে টিটে বলেন, “ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে তার জায়গা প্রতিষ্ঠিত করেছে।”
ভিনিসিয়াস এবং নেইমার একসঙ্গে একাদশে থাকা মানে প্রতিপক্ষের জন্য খারাপ খবরই। সেটাই যেন করতে চান টিটে। সেজন্য নেইমারকে আর উইংয়ে খেলানো হবে না বলেও জানিয়েছেন তিনি।