শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

ই-ক্যাব নির্বাচন: ‘দ্য চেঞ্জ মেকার্স টিমে’ শাফকাত হায়দার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
ই-ক্যাব নির্বাচন: ‘দ্য চেঞ্জ মেকার্স টিমে’ শাফকাত হায়দার

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচন করছে দ্যা চেঞ্জ মেকার্স টিম। এ টিম থেকে ই-ক্যাব নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেন তথ্যপ্রযুক্তিখাতের সুপরিচিত নাম শাফকাত হায়দার।

প্রায় ৪৫ বছর ধরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন শাফকাত হায়দার। বিসিএস ও বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি। দায়িত্ব পালন করেছেন দেশ-বিদেশের অনেক বড় বড় সংগঠনে।

বিসিএস, বাক্কো ও ই-ক্যাবের অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইএ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন ৫ বার। দায়িত্ব পালন করছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটির চেয়ারম্যান হিসাবে।

আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) গভর্নিং বোর্ডের সদস্য, জেনেভার ডিজিটাল ট্টেড নেটওয়ার্ক, ইনট্রা কমনওয়েলথ এসএমই অ্যাসোসিয়েশন (আইএসসিএ), ইউকে অ্যাডভাইজরি বোর্ডের ভাইস চেয়ার ও ওয়াল্ড ইউনিয়ন অবএসএমইজ এর বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শাফকাত হায়দার জানান, বাংলাদেশের ইকমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশাপাশি ই-ক্যাবকে সরকারসহ সংম্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের কাছে শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখতে চান তিনি।



Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102