সুন্দরবন ডেক্স: শরণখোলায় পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমুলক সমন্বিত প্রকল্পের (ক্রেইন) উদ্যোগে উপকারভোগী পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা সরকারি প্রাইমারী বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ২৩ জন উপকারভোগীকে ছাগল বিতরন করে এ কর্মসূচির উদ্ধোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই- আলম সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, ফাইন্যান্স এন্ড গ্রান্টস স্পেশিয়ালিষ্ট সাইয়েদ আল হাদী,
নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন-অর-রশিদ, উপজেলা সমন্বয়কারী মোঃ ফরিদুজ্জামান, ফাইনান্স অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওর্য়াল্ড ওয়াইড এর সহযোগিতায় ২৪ শে মে ২০২২ থেকে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নে ৫৬৫৮ জন উপকারভোগীর মাঝে ৪টি খাকি ক্যাম্পেল হাঁস এবং ১১৫ জন উপকারভোগীকে ১টি করে দেশী ছাগল প্রদান করা হবে।
বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, জেজেএস, ওয়াটার এইড ও রূপান্তরের সহযোগিতায় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।