অবৈধভাবে বান্দরবানের আলীকদম সীমান্তের দুর্গম পথ দিয়ে মিয়ানমার থেকে আসা ৪০টি গরুর একটি চালান আটক করেছেন আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি। এসব গরু অবৈধভাবে বাংলাদেশে আনছিলেন অসাদু গরু কারবারীরা। বিজিবির ধারণা, সামনে কোরবানি ঈদকে সামনে রেখে চোরায় পথে এই সব গরু আনা হয়েছিল।
মঙ্গলবার রাত ২টায় এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।
বিজিবির প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, মিয়ানমার থেকে সীমান্ত পথ দিয়ে ট্রাকে করে গরু আনার গোপন তথ্য পেয়ে রাত ১১টায় পোয়ামহুরী-আলীকদম সড়কে চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা। গরু কারবারীরা বিষয়টি টের পেয়ে ট্রাক থেকে গরু নামিয়ে বিকল্প রাস্তায় পাচারের চেষ্টা করে। পরে জঙ্গলের ভেতর অভিযান চালিয়ে ৪০টি গরু জব্দ করা হলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।
আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, আটক করা ৪০টি গরু বান্দরবান কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত ১৮ মে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া জিরো পয়েন্ট এলাকায় থাইল্যান্ডের গরু মিয়ানমার হয়ে আলীকদমে আনা ২৫টি গরু জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম। এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা দায়ের করা হয়।
সূত্রঃ যুগান্তর