সুন্দরবন ডেক্স: শরণখোলা প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন সময় অবদান রাখায় সম্মানসূচক আজীবন সদস্য হলেন আরো সাতজন কৃতি ব্যাক্তি।
এরা হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ, ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ ওয়াহিদুজ্জামান,
শরণখোলা উপজেলার সাবেক ইউএনও (উপ-সচিব) ড. কে এম মামুন উজ্জামান, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, মেরিন ইঞ্জিনিয়ার শামিম হাসান পলাশ
সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ জামাল হোসেন নুর ও সৌদি প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুল ইসলাম।
এছাড়া দৈনিক সমাজের কথা পত্রিকার শরণখোলা প্রতিনিধি ও সুন্দরবন টোয়েন্টিফোর এর প্রকাশক শাওন হোসেন কে প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ প্রদান করা হয়।
সোমবার (২৩মে) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত শরণখোলা প্রেসক্লাবের কার্যনিবাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করলে সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি নজরুল ইসলাম আকন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন, প্রচার- প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাবেরা ঝর্ণা প্রমুখ।