চলতি বছর আবহাওয়া অনুকূল থাকার পাশাপাশি সুপারির বাম্পার ফলন ও বাজারে সুপারির ভাল দাম পাওয়ায় খুশি কক্সবাজার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের প্রান্তিক সুপারি চাষিরা। সুপারির চাহিদা ও ভালো দাম পাওয়ায় প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা সুপারি চাষে যুক্ত হচ্ছেন বলেও জানিয়েছেন একাধিক চাষি।
জানা যায়, চলতি বছর জেলায় সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪০০ একর। তবে সুপারি চাষ লাভজনক হওয়ায় নতুন উদ্যোক্তা যুক্ত হবার ফলে আরও বেশি পরিমাণ জমি সুপারি চাষের আওতায় এসেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
নিদানিয়া গ্রামের প্রান্তিকচাষি এনামুর রশিদ জানায়, আগে জমিতে ধান চাষ করতাম। কিন্তু ধান চাষে তেমন একটা সুবিধা করতে পারিনি। তাই ৪০ শতক জমিতে শতাধিক সুপারি গাছ লাগিয়েছি। চলতি মৌসুমে তার বাগানটি দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে।
জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, তার ইউনিয়নের প্রতিটি পরিবারই কিছু না কিছু পান, সুপারি চাষ করে। প্রতি বছর সপ্তাহে কোটি টাকার সুপারি বিক্রি হয়। সুপারি ব্যবসা করে এখানকার হাজারেরও অধিক ক্ষুদ্র ব্যবসায়ী স্বাবলম্বী হয়েছেন বলেও তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান, অর্থকরী ফসল পান সুপারিসহ বিভিন্ন প্রজাতির তরি-তরকারি, শাকসবজি উত্পাদনে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।