উত্তরাঞ্চল তথা দিনাজপুরের কৃষকদের জন্য যেকোন ধরনের গাছের বীজ ও চারা সংগ্রহের একটি অন্যতম ভরসার জায়গা হল জেলার চেহেলগাজী মাজারসংলগ্ন এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অ্যাগ্রো সার্ভিস সেন্টার। সম্প্রতি এই সেন্টারটি চারা-বীজ উৎপাদন ও আয়ের ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছে।
জানা যায়, ৫২ একর জায়গায় উৎপাদিত হচ্ছে বীজ ও চারা। এখানে আছে নানা রকমের সবজির চারা। গ্রীষ্মকালীন টমেটো থেকে লাউ, ঢ্যাঁড়স, করলা, ঝিঙে, কলমিশাক, পুঁইশাক। রয়েছে ৩৫ জাতের আম, লিচু, আনার, ড্রাগনসহ নানা ফলের চারা। ২০১৯-২০ অর্থবছরে এ সেন্টারের আয় ছিল ৫৪ লাখ টাকা। চলতি অর্থবছরে ইতিমধ্যে আয় হয়েছে ৪৮ লাখ টাকা।
ক্যাকটাস কিনতে আসা মুনিরা শাহনাজ বলেন, প্রথমদিকে না বুঝলেও পরে জেনেছি যে এখানে চারা বিক্রি হয়। এখানে ঔষধি গুণসম্পন্ন চন্দন, দেশি নিম, বহেড়া, হরীতকী, অর্জুন, বাসক, কালোমেঘ, নিশিন্দা, অশোকগাছের চারাও পাওয়া যায়।
কর্মকর্তারা বলেন, বিএডিসি সদর দপ্তর থেকে গুটিকলম, চারা-বীজ উৎপাদন ও আয়ের ভিত্তিতে প্রতি জুলাই মাসে একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী, সর্বশেষ গত জুলাইয়ের ২৫ তারিখে দিনাজপুর অ্যাগ্রো সার্ভিস সেন্টারকে প্রথম ঘোষণা করা হয়।
কেন্দ্রের উপপরিচালক মো. মোজাফফর হোসেন জানান, যোগদানের পর থেকে চাষিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সর্বোচ্চ সেবা দেওয়া চেষ্টা করছেন। দিনাজপুরের এটি সম্ভাবনাময় একটি কেন্দ্র। প্রয়োজনীয় জনবল পেলে এখান থেকে সরকারি রাজস্ব আরও বাড়ানো সম্ভব হবে
সূত্রঃ প্রথম আলো