সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলা মহিলা দাখিল মাদরাসায় শেখ রাসেল ডিজিটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ল্যাব উদ্বোধন করেন।
ল্যাব উদ্বোধনকালে এমপি আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অ লের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে।
তার যোগ্য নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এখন উন্নয়ণের পথে এগিয়ে চলেছে।
এর আগে মাদরাসা মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ডালিম তালুকদারের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, মেজবাহ উদ্দিন খোকন, মাদরাসা সুপার মাওলানা সাখাওয়াত হোসেন, কেন্দ্রিয় ছাত্ররীগের সাবেক নেতা জিয়াউল হাসান তেনজিন, তাঁতীলীগ নেতা জিয়াউল তালুকদার প্রমুখ।