শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

নাইন মিনিটস স্কুলে আসছে লিচু গোনার কোর্স

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
নাইন মিনিটস স্কুলে আসছে লিচু গোনার কোর্স

নাইন মিনিটস স্কুল—বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সেরা প্ল্যাটফর্মগুলোর একটি। বিভিন্ন সময়ে প্রাসঙ্গিক কোর্স এনে বিচক্ষণতার পরিচয় দিয়ে যাচ্ছে নিয়মিত এই অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। বরাবরের মতই এই গ্রীষ্মের মৌসুমে নতুনত্ব জড়িয়ে ‘লিচু গোনার কোর্স’ নিয়ে এলো নাইন মিনিটস স্কুল।

এক গোপন সূত্রে জানা গেছে, মেডিকেল বুয়েটের ভাইয়াদের বদলে এই কোর্সের ক্লাস নেবে দিনাজপুরের মেধাবী লিচু বিক্রেতারা। ছোটবেলা থেকে লিচুর সাথে বড় হওয়ায় তাদের ভেতর একাত্মতার সম্পর্ক গড়ে উঠেছে। তাই অন্য কিছু না পারলেও তারা লিচু গণনার কাজটি নিপুণভাবে পারেন।

এই কোর্সটিকে মূলত দু’ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগে থাকবে শিক্ষন ও পরবর্তীতে থাকছে পরীক্ষার ব্যবস্থা। কোর্স ফাইনাল হিসেবে একটি মক টেস্টও রাখা হয়েছে।

এখানে শেখানো হবে কীভাবে ৮০ লিচুকে ১০০ ও ১০০ লিচুকে ৮০ হিসেবে গণনা করা যায়। এজন্য প্রথমেই শেখানো হবে নামতা। নামতা শুনে ছেলেবেলার স্মৃতি ভেসে উঠলেও এ নামতার সাথে রয়েছে বাল্যস্মৃতির বিস্তর ফারাক। এ ব্যাপারে কোর্সে এনরোল করা একজনের কাছে অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানের পলিসি বুঝতে চাইলে খুব শার্প এবং ফাস্ট মাথা দরকার। এছাড়া সাধারণ নামতার মতো একে ভাবলেও চলবে না। এখানে পাঁচ দশে সত্তর,আট দশে একশ—এভাবে হিসাব হয়… এই কোর্সে না আসলে কখনোই লিচুর গণনা করা প্রপারলি শেখা হতো না… ’

এ ব্যাপারে এক লিচু ব্যবসায়ী বলেন,’এসব কোর্স ফোর্স দিয়া লাভ নাই। আমরা সৎ। একশো লিচুর বদলে একশো পাঁচ-দশটা লিচু দেই। আমাগো আবার ভয় কী?’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102