সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

গাভীর রিপিট ব্রিডিং হওয়ার কারণ ও চিকিৎসা | Adhunik Krishi Khamar

  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
গাভীর রিপিট ব্রিডিং হওয়ার কারণ ও চিকিৎসা




যখন কোনো গাভী কোনো প্রকার অসুস্থতার লক্ষণ না থাকা সত্ত্বেও সঠিক সময়ে (১৮-২১দিনে) গরম হয় না এবং কমপক্ষে ২ বার প্রজনন করানোর পরেও গর্ভধারণে ব্যর্থ হয় তখন তাকে বার বার গরম হওয়া গাভী বা রিপিট ব্রিডার বলে এবং এই সমস্যাকে রিপিট ব্রিডিং বলে।

তিন বার প্রজনন করানোর পরেও যখন গাভীতে গর্ভধারণে ব্যর্থ হওয়ার হার প্রায় ১০.০১% হয়। এ সমস্ত ক্ষেত্রে গাভীর বাছুর প্রদানের সংখ্যা কমে যায় এবং বার বার প্রজনন করানো ও চিকিৎসা করানোর খরচও বেড়ে যায়। অনেক সময় উন্নত মানের গাভী অকালে বাতিল করতে হয়, ফলে খামারী মানসিক চাপে পড়েন ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বাণিজ্যিক ডেইরী ফার্মে ৪টি প্রধান সমস্যার মধ্যে রিপিট ব্রিডিং একটি অন্যতম সমস্যা।

রিপিট ব্রিডিং-এর কারণসমূহ:-


বাস্তব পক্ষে কিছু ক্ষেত্রে ভুল সময়ে প্রজনন করানোর ফলে রিপিট ব্রিডিং হয়ে থাকে। কিছু গাভীতে প্রজননতন্ত্রের বার্সা ও ডিম্বনালীর জটিলতা ও জরায়ু সংক্রমণের কারণে এই সমস্যা হয়ে থাকে। কাছাকাছি সময়ে গরম হওয়া (A nearly repeaters): এ ক্ষেত্রে গাভী প্রজনন করানোর ১৭-২৪ দিনের মধ্যেই আবার গরম হয়। কারণ,

  • লুটিয়াল গ্রন্থির কার্যকারিতা তাড়াতড়ি বন্ধ হলে বা স্বাভাবিক বা নিয়মিত ঋতুচক্রের মত করপাস লুটিয়াম (ঈখ) স্বল্পস্থায়ী হলে এমন হতে পারে।
  • যদি ডিম্ব দেরীতে নি:সারিত হয় এবং প্রজননে বীজের মান ভালো না হয়।
  • পূর্বেই ভ্রুণ মারা গেলে বা দুর্বল/নিম্নমানের ভ্রƒণ সৃষ্টি হলে।
  • জরায়ুর পরিবেশ ভালো না থাকলে।
  • প্রিকোসিয়াস এবং (৬) Luteolyze হলে।

জরায়ু সংক্রমণ (Endometritis, Metritis, Perimetritis, Parametritis): সাধারণত ষাঁড় দ্বারা মিলনের সময়, অস্বাস্থ্যকর কৃত্রিম প্রজনন, বাছুর প্রসবের সময় ও পরে জীবাণু দ্বারা সংক্রামিত হওয়া, ইত্যাদি কারণে জরায়ু সংক্রমণ হতে পারে।

ছাড়াও কিছু বিষয় বার বার গরম হওয়াকে প্রভাবিত করে যেমন, ওলান প্রদাহ রোগ বার বার গরম হওয়ার হার বৃদ্ধি করে ও উৎপাদন কমিয়ে দেয় এবং বাচ্চা প্রদানের সংখ্যার ওপর প্রভাব সৃষ্টি করে। এছাড়া, জটিল বাছুর প্রসবের ঘটনা ও প্রথম প্রজনন করানোর আগে চিকিৎসা দেয়া ইত্যাদি বিবিধ কারণে জরায়ু সংক্রমণ হতে পারে.

চিকিৎসা:-


  • প্রাথমিকভাবে গাভীর গরম হওয়ার সময় লিপি বদ্ধ করে বিশ্লেষণ করে দেখতে হবে গাভীটি কাছাকাছি সময়ে গরম হচ্ছে না দেরিতে গরম হচ্ছে।
  • তিন বার প্রজনন করানোর পরও গর্ভধারণ না করলে পুণরায় প্রজনন করানোর আগে ভালোভাবে প্রাণিচিকিৎসক দ্বারা পরীক্ষা করাতে হবে।
  • প্রজনন করানোর সময় গাভীকে ১০০-৫০০ µGM GnRh এহজয মাংসের মধ্যে প্রয়োগ করা যেতে পারে।
  • গরম হওয়ার সময় ৮ম ঘন্টা ও ২৩ তম ঘন্টায় পেনিসিলিন ৪০ লাখ জরায়ুতে (Iµ) প্রয়োগ করা যেতে পারে।









Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102