সম্প্রতি আসামির স্বজনের সঙ্গে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামানের। চলতি সপ্তাহেই তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। তবে ওসি ভদ্রলোককে বান্দরবানের বদলে বরিশালে বদলি করায় দেশের মানুষ, বিশেষ করে বান্দরবান ও বরিশালের মানুষের ভেতর অতিরিক্ত চাঞ্চল্য দেখা গেছে বলে জানিয়েছে একটি ভুয়া সূত্র।
এ ব্যাপারে কেমন বোধ করছেন এমন প্রশ্নের উত্তরে সুন্দরগঞ্জের ওসি বলেন, ‘আমি এই বদলিতে অত্যন্ত নাখোশ৷ ঘুষ খেয়েছি—এ কথা পুরোপুরি সত্য। তবে এর পিছনেও যথেষ্ট কারণ ছিলো। আমার পরিবার অনেকদিন যাবৎ বান্দরবান ঘুরতে নিয়ে যাবার জন্য মাথা নষ্ট করে ফেলছে৷ ভাবলাম ঘুরতে না, একেবারে থাকতেই যাবো। ঘুরতে গেলে এক্সট্রা খরচ টরচের প্যারা আছে, থাকতে গেলে তো ফ্রি। কিন্তু আমার আশা এভাবে গুঁড়েবালি হবে বুঝতেই পারিনি। আমার লঞ্চও গেলো পঞ্চও গেল!’
তবে এ ব্যাপারে বান্দরবান থানচি উপজেলার চেয়ারম্যান নিজের ফেক আইডি থেকে বলেন, ‘স্যার আসতে পারছেন না জেনে খুব খারাপ লাগছে। তিনি আসলে আমাদের জেলায় নতুন আরেক গর্ব হতে পারতেন। এমনিতেই বাংলাদেশের অন্যান্য জেলা থেকে বদলি হয়ে অসংখ্য রত্ন ইতিমধ্যে বান্দরবান আছেন। স্যারও হতে পারতেন তাদেরই একজন! কেনো এমন হলো বুঝলাম না। তবে আশা করি বরিশাল যেয়ে আরও বেশি বেশি ঘুষ নিয়ে স্যার বান্দরবান বদলি হওয়ার শেষ চেষ্টাটুকু করবেন। স্যারের সাথে আছি…’
ওসি ভদ্রলোক বরিশালের নিয়তি মেনে নিলেও তাকে মেনে নিতে পারেননি বরিশালবাসী। এক অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আজ সকাল হতেই তারা অ্যান্টি-ওসি মিছিল সমাবেশ করছেন। সমাবেশে উপস্থিত একজন আমাদের প্রতিবেদকে বলেন, ‘এ ব্যাডা, মোগো বরিশাল কি ময়লা ফেলাইন্যা জায়গা নাহি? বান্দরবান কুলাইতে না পাইর্যা মোগো বরিশাল পাডানোর তেব্র নিন্দা জানাই। হে আউক একবার, মোরা কী জিনিস হেইয়া দেখায়া দিমুঅনে…’