সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় ২০০১ ইং সালে প্রতিষ্ঠিত দীর্ঘ্য ২২ বছরের সাংস্কৃতিক সংগঠন অংকুরের কমিটি গঠন করা হয়েছে। ১ জুন বুধবার রাত ৮.৩০ মিনিটে রায়েন্দা বাজার শেরে বাংলা রোডের অংকুর সাংস্কৃতিক সংগঠনের অয়াস্থী কার্যালয়ে সকল সদস্যের উপস্থীতিতে আলোচনা সাপেক্ষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে
শরণখোলা অংকুরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,রাজনীতিবিদ,সাংবাদিক আসাদুজ্জামান মিলন কে সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগি,রাজনীতিবিদ,সাংস্কৃতিক কর্মী আজিজুল ইসলাম সবুজ কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ(শিক্ষক) মনিরুজ্জামান বাবু(শিক্ষক) সহ-সম্পাদক মাহফুজুর রহমান বাপ্পি (সাংবাদিক) সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খান (শিক্ষক) কোষাধ্যক্ষ মোঃ শাওন হোসেন (সাংবাদিক)দ নপ্তর সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম প্রচার সম্পাদক এম. এইচ শাহিন (সাংবাদিক),সম্মানিত সদস্যরা হলেন সাংবাদিক হুময়ুন কবির,সু প্রিয়াংকা দেবী,
মোঃ শাহিন হোসেন হাওলাদার,রেজওয়ানা আক্তার,মোঃ লোকমান হোসেন,এবং বৃষ্টি মন্ডল,এ ছাড়াও অংকুরের প্রধান উপদেষ্টা এ্যাডঃ আমিরুল আলম মিলন,মাননীয় সংসদ সদস্য বাগেরহাট ৪ শরণখোলা মোড়েলগঞ্জ ও উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা,বাগেরহাট ।